নূর হোসেনের আরো একটি মামলা প্রত্যাহার


প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৪ মার্চ ২০১৬
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত আরো একটি চাঁদাবাজির মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে হাজির হয়ে বাদী চুনা ব্যবসায়ী মুরাদ হোসেন মামলাটি প্রত্যাহার করে নেন।

কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত বাদীর আবেদন মঞ্জুর করেছেন।

এর আগে ১১ জানুয়ারি বাদী অটোরিকশা চালক সাইদুল ইসলাম একটি চাঁদাবাজি মামলা আদালত থেকে প্রত্যাহার করে নিয়েছেন।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় মুরাদ হোসেনের মালিকানাধীন মেসার্স মেঘনা লাইমস নামে একটি চুনা তৈরির কারখানা রয়েছে। ২০১২ সালের ২ মে সেই কারখানায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নূর হোসেনসহ তার সহযোগীরা প্রতিষ্ঠানে হামলা চালায়। ওই সময় কারখানার নিরাপত্তাকর্মীসহ অতিরিক্ত পরিচালক আব্দুল মালেককে মারধর করে চুনা বিক্রির ১২ লাখ টাকা ক্যাশ থেকে নিয়ে যায় এবং প্রতি মাসে ১০ লাখ টাকা করে চাঁদা না দিলে হত্যা করা হবে। এ ঘটনায় ২০১৪ সালের ২৯ জুন আদালতে একটি মামলা দায়ের করা হয়।

অন্যদিকে সাত খুন মামলার বাদী সেলিনা ইসলাম বিউটির আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, নূর হোসেন এতোটাই ক্ষমতা ধর সাতজনকে খুন করার পরও কারাগারে হাস্যেজ্জ্বলভাবে জীবন-যাপন করছে। আবার তিনি মামলা প্রত্যাহার করে উচ্চ আদালতে আবেদন করে। কথায় আছে বেহাইয়া বলে দুনিয়াটাই আমার। আর নূর হোসেনের সন্ত্রাসীরা চাপ সৃষ্টি করে ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার বাদীদের চাপ সৃষ্টি করে মামলা প্রত্যাহার করাতেই পারে।   
 
শাহাদাত হোসেন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।