প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের জয়
প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৫ রানে জয় পেল বিতর্কে জর্জরিত পাকিস্তান। আফ্রিদির ভারতপ্রীতির সমালোচনার কথা মাথায় নিয়েই এদিন কলকাতার ইডেন গার্ডেনে খেলতে নেমেছিল পাকিস্তান দল।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সার্জিল খানের ২৩ এবং আহমেদ শেহজাদের ১৮ রানের সুবাদে ওপেনিংয়ে ভালো সূচনা পায় পাকিস্তান। তাদের দুজনের আউটের পর হাফিজ একাই হাল ধরেন পাকিস্তান দলের। তার অনবদ্য ৭০ রানের সুবাদে পাকিস্তান দল নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রানের লড়াকু সংগ্রহ পায়। অধিনায়ক আফ্রিদি ব্যাট হাতে গোল্ডেন ডাক খান। শ্রীলংকার হয়ে থিসারা পেরেরা ২১ রানে দুই উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে থেমে যায় লংকানদের ইনিংস। লংকানদের হয়ে থিরিমান্নে সর্বোচ্চ ৪৫ রান করেন। বল হাতে ইমাদ ওয়াসিম নেন চার উইকেট। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তান ১৬ই মার্চ খেলতে নামবে বাংলাদেশের বিপক্ষে। এই জয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেল পাকিস্তান।
আরআর/এআরএস/পিআর