ইতিহাসের ন্যক্কারজনক ঘটনা নিয়ে নাটক চলছে


প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৫ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হওয়াকে ইতিহাসের ন্যক্কারজনক ঘটনা উল্লেখ করে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গভর্নরের পদত্যাগই যথেষ্ট নয়। তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে নাকি স্বেচ্ছায় করেছেন তা বলা মুশকিল।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এ ঘটনার দায় এড়াতে পারেন না। গভর্নরের পদত্যাগ প্রমাণ করে সরকারের উচ্চ মহলের অনেকে জড়িত।

তিনি বলেন, যে রাঘববোয়ালরা এ ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করার আগেই গভর্নরের পদত্যাগের পেছনে অনেক সন্দেহের কারণ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা আছেন যাকে সরাতে প্রধানমন্ত্রীও ভয় পান। অাশঙ্কা রয়েছে কারা মূলত ঘটনার পেছনে রয়েছেন। যোগ করেন রিজভী আহমেদ।

তিনি বলেন, প্রথম ৮শ কোটি টাকার কথা শোনা গেলেও বিভিন্ন মাধ্যমে চুরি হওয়া টাকার পরিমান ৮শ কোটি ডলার তথা সাড়ে ৬ হাজার কোটি টাকা শোনা যাচ্ছে। সত্যিকারার্থে কত হাজার কোটি টাকা চুরি হয়েছে তাও জানা যাচ্ছে না। ধারাবাহিকভাবে এমন পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে সরকার দেশের অর্থনীতিকে তছনছ করে দিয়েছে।

বাংলাদেশের জনশক্তি রফতানি শূন্যের কোঠায় রয়েছে দাবি করে রিজভী বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। কারখানা বন্ধ হচ্ছে। ঘুর্ণিঝড় আসার আগে যে অবস্থা তাই এখনও বিরাজ করছে।

টাকা চুরির ঘটনায় অন্যকে ফাঁসিয়ে দিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করলে হবে না মন্তব্য করে রিজভী বলেন, কেবল  প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পদত্যাগেই দেশে শান্তি ফিরে আসবে।

এমএম/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।