ঢাকার নিখোঁজ দুই শিশু সিলেটে উদ্ধার


প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৫ মার্চ ২০১৬

ঢাকার উত্তরা এলাকার দুই শিশুকে সিলেট নগরীর শাহপরান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ২টায় (সোমবার দিবাগত রাত) শাহপরান থানা পুলিশ শাহপরান মাজার এলাকা থেকে তাদের উদ্ধার করে।

মঙ্গলবার বিকেলে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ রহমত উল্লাহ ফোনের এক ক্ষুদে বার্তায় বলেন, ঢাকায় নিখোঁজ দুই শিশুকে শাহপরান মাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

শাহপরান থানা পুলিশের অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি জানান, উদ্ধার হওয়া দুই শিশু মাদরাসায় পড়াশোনা করতো। সেখান থেকে পালিয়ে এসেছে। এরা হচ্ছে ঢাকার উত্তরাস্থ জামেয়া উলুম মাদরাসার শিক্ষার্থী নাঈম (১৩) ও জাহিদ (১০)। সেখান থেকে তারা বাসে করে সিলেটে পালিয়ে আসে। শাহপরান মাজার এলাকায় তাদের ঘুরাফেরা সন্দেহজনক হওয়ায় স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

শাহজালাল মুন্সি জানান, মাদরাসায় পড়াশোনা ভালো লাগতো না বলে তারা পালিয়ে আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে।

তিনি আরো জানান, দুই শিশুর অভিভাবকদের সঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। সন্ধ্যায় নাঈমের অভিভাবকরা তাকে নিয়ে গেছেন। জাহিদের অভিভাবকরা তাকে নিতে আসছেন।

ছামির মাহমুদ/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।