বৃষে স্বপ্ন পূরণ, ধনুর ব্যবসা মন্দা
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : ভ্রাতা-ভগ্নি, আত্মীয় পরিজনের সঙ্গে কারণে অকারণে কলহ- বিবাদের সৃষ্টি হবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। রাগ জেদ অহংকার বর্জনের সঙ্গে পরিশ্রমী ও অধ্যবসায়ী হলে ভাগ্যলক্ষ্মীর বরমাল্য পরতে সক্ষম হবেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) : কর্মক্ষেত্রে সহকর্মী আর ব্যবসা-বাণিজ্যে অংশীদারদের সঙ্গে কারণে অকারণে কলহ-বিবাদের সৃষ্টি হলেও দীর্ঘদিনের লালিত স্বপ্নস্বাধ পূরণ হবে। শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হওয়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করায় উচ্চশিক্ষা তথা বিদেশ গমনের স্বপ্ন পূরণ হবে।
মিথুন (২১ মে-২০ জুন) : দীর্ঘদিনের হারানো পিতৃমাতৃ ধন সম্পদ ও সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পসরা সাজবে। সপরিবারে কাছেপীঠে তথা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই) : শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে তথা তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। মন সুর সংগীত ও ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট) : সিজনাল রোগব্যাধির সঙ্গে নিত্যনতুন ব্যাধিপীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শল্য চিকিত্সার প্রয়োজন পড়তে পারে। ঘুষ উেকাচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয়-বিক্রয় ও অস্ত্রশস্ত্র বহন থেকে বিরত থাকুন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজগুলো ফাঁস করে দিতে পারে। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : যে কাজে হাত দেবেন তাতেই কম-বেশি সফলতা প্রাপ্ত হবেন। মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ ও সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : একদিকে ব্যবসা-বাণিজ্যে মন্দা, অপরদিকে খরচের লাগামহীন চাপ মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে থাকবে। শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার ফসলি ক্ষেত লণ্ডভণ্ড করে দিতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সৌভাগ্যের দ্বার খুলে যাবে। চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে প্রেমীযুগলের মিলন ঘটবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্ম প্রত্যাশীদের কর্মপ্রাপ্তির পথ প্রশস্ত হবে, সেই সঙ্গে নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের প্রচেষ্টা আলোর মুখ দর্শন করবে। টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে অর্থনৈতিক দুর্ভাবনায় পড়তে হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আয় উপার্জনের সব রাস্তা খুলে যাবে। পাওনা টাকা আদায় বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন তথা দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
জেএইচ/পিআর