প্রেমিককেই বিয়ে করলেন আকৃতি কাকার


প্রকাশিত: ০৫:১০ এএম, ১৬ মার্চ ২০১৬

বলিউডের জনপ্রিয় গায়িকা আকৃতি কাকার। গানে গানে তিনি মুগ্ধতা ছড়িয়েছেন। বেশ কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন হার্টথ্রুব এই গায়িকা।

বিভিন্ন সময় বিভিন্নজনের সঙ্গে তার সম্পর্কের কথা জানা গেছে। সবশেষ পরিচালক চিরাগ অরোরার সঙ্গে তাকে জড়িয়ে মুখরোচক খবর প্রকাশ হয়েছে। গোপনে দুজনে ডেট করছেন বলেও জানা গিয়েছিলো।

অবশেষে সব সন্দেহ আর সংশয় দূর করে চিরাগের গলাতেই সম্প্রতি মালা পরিয়েছেন আকৃতি। জানা গেছে, গেল ৮ মার্চ বিয়ের পিঁড়িতে বসেছেন এই তারকা। জয়পুরে এক বিলাসবহুল অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার বিয়ে সম্পন্ন হয়।

রাজস্থানের ট্র্যাডিশনাল গয়নায় ঘাগরা চোলিতে সেজেছিলেন আকৃতি। তিনি জানিয়েছেন, ‘মা আর আমি বিয়ের শপিং করেছি। মা’র পছন্দে সবসময়ই আমার আস্থা রয়েছে। এবারও ব্যতিক্রম হয়নি। বিয়েতে সবাই আমার গয়না ও পোশাকের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।’

প্রেমিক থেকে স্বামীতে প্রমোশনা দেয়া চিরাগকে নিয়ে আকৃতি বলেন, ‘আমি সবসময় চেয়েছি এমন একজন মানুষ আমার দায়িত্ব নিক যাকে বিশ্বাস করা যায়, চোখ বন্ধ করে ভালোবাসা যায়। চিরাগ অরোরা তেমনই একজন। সে আমার অনেক দিনের পরিচিত। আমার গান করাকে প্রচন্ড শ্রদ্ধা করে। আশা করি বিয়ের আগের দিনগুলোর মতো দাম্পত্য জীবনটাও জমিয়ে তুলব আমরা।’

বিয়ের পর বেশ কিছু ছবি নিজের টুইটারে শেয়ার করেছেন এই গায়িকা। কিছুদিনের জন্য এখন তিনি নিচ্ছেন বিরতি। সবে তো বিয়ের পিঁড়িতে বসলেন এবার তো হানিমুনের পালা।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।