রাজশাহীতে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার লেক থেকে জীবন (২৩) নামে এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ওই এলাকার একটি পুকুর থেকে তার মরেদহ উদ্ধার করা হয়। নিহত যুবকের বাড়ি পাশের বস্তিতে।
বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে একটি বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেয়ে পদ্মা আবাসিক এলাকার ওই লেকের পাশ দিয়ে বাই সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে লেকে পড়ে যায় জীবন। তার একটি পা অকেজো থাকায় ও সাঁতার না জানার কারণে সে ওই লেক থেকে ডাঙ্গায় উঠতে পারেনি। এর ফলে তার মৃত্য হয়।
বুধবার সকালে লেকের পানিতে জীবনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে তার ব্যবহৃত বাই সাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ।
শাহরিয়ার অনতু/এমএএস/আরআইপি