নেত্রকোনা-৪ উপ-নির্বাচন

আওয়ামী লীগের মনোনয়ন নিলেন শফী আহমেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১৯ জুলাই ২০২৩

নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা শফী আহমেদ।

বুধবার (১৯ জুলাই) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফী আহমেদ বলেন, আমি দলীয় মনোনয়নপ্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে তৃণমূল নেতাকর্মীরা নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আমার বিশ্বাস।

আরও পড়ুন>> নেত্রকোনা-৪ আসনে উপ-নির্বাচন ২ সেপ্টেম্বর

শফী আহমেদ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির নেতা ছিলেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন।

এসইউজে/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।