দুর্ঘটনায় নেতাকর্মীদের মৃত্যুতে যুবলীগের শোক


প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৮ মার্চ ২০১৬

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৬ যুবলীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। শুক্রবার এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু নিহতদের প্রতি গভীর শোক জ্ঞাপন করে তাদের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগ আয়োজিত এক আলোচনাসভা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই ৪ জন ও হাসপাতালে নেয়ার পথে আরো ২ জন মৃত্যুবরণ করেন। ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

এএসএস/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।