খালেদা খাবেন রূপচাঁদা, ডেলিগেটদের মোরগ পোলাও


প্রকাশিত: ০৫:১৫ এএম, ১৯ মার্চ ২০১৬

মঞ্চের পাশেই চলছে রান্নার আয়োজন। কেউ চুলায় খড়ি ঠেলছেন। কেউ চাল বা মাংস ধুয়ে পাতিলে তুলছেন। অনেকেই আবার তৈরি খাবার পেকেটে ভরছেন। হাত চলছে দ্রুত গতিতে। কারো কথা বলার ফুসরত নেই। সবাই রান্নার কাজে মহাব্যস্ত। দুপুরের আগেই সকল আয়োজন শেষ করতে হবে।

কাউন্সিলে অংশ নেয়া ৭ হাজার ডেলিগেটদের জন্যই এই রান্না। দুপরে খাবেন তারা।

food

কাউন্সিলস্থলে দুপুরের খাবার খাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। ডেলিগেটদের জন্য রান্না করা হয়েছে মোরগ পোলাও। থাকছে একটি করে ডিম আর পানির বোতল। আর নেত্রীর জন্য রান্না হচ্ছে বড় চিংড়ি, রূপচাঁদা, আর ইলিশ মাছ। আছে মুরগির রোস্ট আর গরু ভুনাও। ডেলিগেটদের জন্য রান্না ভোরবেলায় প্রায় শেষ হয়েছে। তবে পোলাও রান্না হচ্ছে এখন। রান্নার পরপরই চলে প্যাকেটিংয়ের কাজ। প্যাকেট হচ্ছে এখনও। তবে টাটকা রাখার জন্য খালেদা জিয়ার খাবারের রান্না হচ্ছে সবে।

খালেদা জিয়ার জন্য সাদা ভাতও রান্না করা হবে বলে জানা গেছে।খাবারের এই মহাযজ্ঞে শুক্রবার সকাল থেকে কাজ করছেন ৫৫ জন বাবুর্চি। দায়িত্বে রয়েছেন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীও। খাবারের সার্বিক বিষয় তদারকি করছেন বিএনপি নেতা শহিদুল্লাহ।

food

তিনি জাগো নিউজকে বলেন, বড় দলের কউন্সিল। তাই রান্নার আয়োজনও বড়। বাবুর্চি এবং আমরা মিলে গতকাল থেকে একটানা কাজ করে যাচ্ছি। রান্নার কাজও প্রায় শেষ। খালেদা জিয়ার পছন্দের খাবার চিংড়ি, রূপচাঁদা, ইলিশ সবে রান্না করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাত হাজার ডেলিগেটের জন্য রান্নার কাজ প্রায় শেষ। দুপুরের আগেই খাবার পরিবেশেন শুরু করব।

এএসএস/এমএম/ এসআই/জেইউ/এএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।