কাউন্সিলস্থল যেন জনসমুদ্র
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চলছে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। আর এই কাউন্সিল ঘিরে জনসমুদ্রে পরিণত হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তন চত্বর এবং সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব-উত্তর অংশ।
সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এসে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১০টা ৪৮ মিনিটে কাউন্সিলের উদ্বোধন করেন তিনি।
খালেদা জিয়া যখন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢুকছিলেন তখন দলের নেতাকর্মীরা হাত নেড়ে তাকে স্বাগত জানান।
কাউন্সিল সকাল ১০টায় শুরু হলেও মূলত ৮টার দিক থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় কাউন্সিলস্থল।
এএস/জেইউ/এনএফ/এমএস