বিএনপির গঠনতন্ত্রে এক নেতার এক পদ


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৯ মার্চ ২০১৬

কাউন্সিলের তারিখ ঘোষণার পর থেকেই এক নেতার এক পদের বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে।  তবে এবার আনুষ্ঠানিকভাবেই সে আলোচনা বাস্তবে রুপ পেতে যাচ্ছে।

শনিবার রাতে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে অনুষ্ঠিত কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে এক নেতাকে এক পদে রেখে গঠনতন্ত্র সংশোধন করা হচ্ছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি জানান, দলের কার্যকরী কমিটি, স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের উপদেষ্টারা একাধিক পদে থাকতে পারছেন না। সেই সঙ্গে ২৭টি বিষয়ভিত্তিক উপ-কমিটি করার প্রস্তাব রেখে গঠনতন্ত্রের সংশোধনী আনা হয়েছে।

এদিকে দলের চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়ে যাওয়ায় বাকি নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা বেগম খালেদা জিয়ার কাছে হস্তান্তর করেছেন কাউন্সিলররা। খন্দকার মোশাররফ হোসেনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কাউন্সিলররা হাত উঁচু করে তা অনুমোদন করেন।  

প্রস্তাবের শুরুতে তিনি বলেন, ‘গঠনতন্ত্রের যে সংশোধনী আনা হয়েছে। সে মোতাবেক এ মুহূর্তে কমিটি গঠন বাস্তবসম্মত হবে না। সে কারণে বেগম খালেদা জিয়ার কাছে বাকি নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব দেয়া হয়েছে।’

এমএম/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।