মালয়েশিয়ায় এরশাদের ৮৭তম জন্মদিন পালন
জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদের ৮৭তম জন্মদিন পালন করেছে মালয়েশিয়া জাতীয় পার্টি। জন্মদিন উপলক্ষে শনিবার রাতে শাহ আলম রেস্টুরেন্ট আল হায়াতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মালয়েশিয়া জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি অর্ণব চৌধুরীর পরিচালনায় ও মালয়েশিয়া জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাওলাদার মিল্টন আহমেদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মালয়েশিয়া জাতীয় পার্টির সভাপতি এসএম রহমান পারভেজ, ফইযুল ইসলাম মল্লিক, দেলোয়ার হোসেন জসিম ও এমএ খালেক জালাল।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন জাতীয় যুবসংহতি মালয়েশিয়া শাখার সভাপতি মো. কাওছার, মালয়েশিয়া জাতীয় পার্টি নেতা ইলিয়াস হোসেন, বিলাস, ইমাম হোসেন, আনোয়ার হোসেন মুকুল, খালেক ও মাছুম মিয়াসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে এরশাদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. বেলাল। পরে রাত ১২টা ১ মিনিটে দলের চেয়ারম্যানের ৮৭তম জন্মদিনের কেক কাটা হয়।
বিএ