চীনে ট্রাকে বিস্ফোরণে নিহত ৫
চীনে ট্রাক বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছে। শুক্রবার সেন্ট্রাল চীনের হুনান প্রদেশে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে আরো কমপক্ষে ২০ জন।
শনিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরিত ট্রাকটিতে অগ্নিদাহ্য এবং দাহ্য পদার্থ লোড করা ছিলো বলে সন্দেহ করা হচ্ছে। ট্রাকটি বেইজিংয়ের এর সঙ্গে সংযোগকারী হংকং এবং ম্যাকাওয়ের মাঝে একটি মহাসড়কে বিস্ফোরিত হয়।
প্রদেশের ট্রাফিক কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় ওই মহাসড়কে দুটি সেডান গাড়ি ও দুটি ট্রাক পুড়ে গেছে। এছাড়া বিস্ফোরণে আরো সাতটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসঅাইএস/পিআর