রাশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প


প্রকাশিত: ০২:৪০ এএম, ২১ মার্চ ২০১৬

রাশিয়ার কামচাতকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার মধ্যরাতে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬। তবে ভূমিকম্পটি থেকে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ।

ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ৩টা ৫০ মিনিটে আঘাত হেনেছিল। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল কামচাতকা থেকে ১শ ২৮ মাইল দক্ষিণে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৮ মাইল।  

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের সময় প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পটি থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।