সাউথ্যাম্পটনের কাছে লিভারপুলের হার


প্রকাশিত: ০৩:৫৪ এএম, ২১ মার্চ ২০১৬

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়ের পর মাঠে নামে উচ্ছাসিত লিভারপুল। তবে সেই উচ্ছাস খুব একটা দীর্ঘ হলো না। রোববার রাতে সাউথ্যাম্পটনের মাঠে ৩-২ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লপের দল।

শুরুটা দারুণ ছিল লিভারপুলের। ফিলিপে কৌতিনিয়োর গোলে ১৭ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। বাঁ-দিক থেকে বল পায়ে আড়াআড়ি দৌড়ে প্রায় ২১ গজ দূর থেকে ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

এরপর ২২ মিনিটে বক্সের মধ্যে দুই জনের মধ্যে দিয়ে নেওয়া শটে গোলরক্ষককে পরাস্থ করে দারুণ গোল করেন ড্যানিয়েল স্টারিজ। তবে ৩৩ মিনিটে লিভারপুলের মিডফিল্ডার জো অ্যালেন বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটা বাতিল হয়ে যায়। ফলে ফলে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লিভারপুল।

দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ রক্ষনশীল হয়ে থেকে খেলতে শুরু করে স্বাগতিকরা। মার্টিন স্কার্টেল নিজেদের বক্সে প্রতিপক্ষের ফরোয়ার্ড গ্রাজিয়ানো পেল্লেকে ফাউল করলে পেনাল্টি পায় সাউথ্যাম্পটন। কিন্তু বদলি নামা সাদিও মানের স্পট কিক দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন গোলরক্ষক সিমোন মিগনোলেত। এরপর ৬৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সেনেগালের মিডফিল্ডার মানে।

আর ৮৩ মিনিটে দারুণ এক গোলে সাউথ্যাম্পটনকে সমতায় ফেরান ইতালির স্ট্রাইকার পেল্লে। কিন্তু মাত্র এক মিনিট বাদেই দলের পক্ষে জয়সূচক গোলটি করেন মানে। ফলে ৩-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় লিভারপুলকে। এ হারে ২৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লিভারপুল।

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।