ইন্দোনেশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ১৩


প্রকাশিত: ০৫:১১ এএম, ২১ মার্চ ২০১৬

ইন্দোনেশিয়ার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কেন্দ্রিয় সুলায়েসি প্রদেশের পোসো পেসিসি প্রদেশের সালাতান জেলার পেত্রিরো বাজো গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে।  

হেলিকপ্টারটিতে ১৩ সামরিক সদস্য এবং কয়েকজন ক্রু ছিলেন। তারা সবাই ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

পোসো পুলিশ প্রধান দুর্ঘটনাটি নিশ্চিত করেছেন। জাকার্তা পোস্টের কাছে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, বেল-৪১২ নামের একটি হেলিকপ্টার পোসোর কাসিগুনসু বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ওয়াতুতাও গ্রামে বিধ্বস্ত হয়েছে।

হেলিকপ্টারটি বিমানবন্দর থেকে মাত্র ১ দশমিক ৫ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। এটি খারাপ আবহাওয়ার কারণেই বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সেনাবাহিনী, পুলিশ  এবং উদ্ধারকর্মীরা দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছেছেন। ১৩টি অ্যাম্বুলেন্সে করে নিহতদের ভায়াংকারা পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।