বিশ্বকাপের পর চলে যেতে হবে ওয়াকারকেও!


প্রকাশিত: ০১:৩২ পিএম, ২২ মার্চ ২০১৬

পাকিস্তান ক্রিকেট দলের কোচের পদে আর থাকতে পারছেন না ওয়াকার ইউনুস। এমন গুঞ্জন চলছিল অনেক আগে থেকেই। সর্বশেষ কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছিল, সেমিতে যেতে ব্যর্থ হলে দলের প্রধান কোচের চাকরি হারাবেন ওয়াকার।

এবার সেই গুঞ্জনের সত্যতা মিলল খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহারিয়ার খানের বক্তব্যেও। ভারত-পাকিস্তান ম্যাচ শেষে দেশে ফিরে গিয়ে সাংবাদিক সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিলেন, পাকিস্তানের দলের কোচের পদে আর থাকছেন না ওয়াকার।

তিনি বলেন, পাকিস্তান দলের কোচ পরিবর্তণ করা হবে। ওয়াকার ইউনুস আর দলের কোচ থাকছেন না। তবে পরবর্তী কোচ কে হবেন তা এখনও ঠিক হয়নি।

উল্লেখ্য, ২০০৬ থেকে ২০০৭ সালের মধ্যে পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন ওয়াকার ইউনুস। এরপর ২০১০ সালে পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। ২০১১ তারিখে ব্যক্তিগত কারণ দেখিয়ে কোচের দায়িত্ব থেকে অব্যহতি নিলেও ২০১৪ সাল থেকে আবারও তাকে প্রধান কোচের দায়িত্বে দেয়া হয়।

আরএ/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।