অর্ডার দিয়ে বানাতে হয় মুস্তাফিজের জুতো!


প্রকাশিত: ০৯:৩০ এএম, ২৩ মার্চ ২০১৬

দেখতে হ্যাংলা পাতলা গড়নের হলেও পায়ের মাপটা ঠিক জুতসই না বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের। নিজের পায়ের মাপের জুতো ভারতে খুঁজে পাচ্ছেন না মুস্তাফিজ!

মুস্তাফিজের পায়ের সাইজটা  অন্যান্য সাধারণ মানুষের পায়ের সাইজের থেকে অন্যরকম -১২! মঙ্গলবার অনুশীলন করেনি বাংলাদেশ সেই ফাঁকে ব্যাঙ্গালুরুর শপিং মলগুলোতে সতীর্থদের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন কাটার মাস্টার। কিন্তু দুঃখের বিষয় হলো সেই শপিংমলগুলোতেও নিজের পায়ের সাইজের জুতো পাননি মুস্তাফিজ।

আরআর/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।