দিল্লিতেই হবে প্রথম সেমিফাইনাল


প্রকাশিত: ০৫:০৪ এএম, ২৪ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের লড়াই চলছে। গ্রুপ ২ এর অন্যতম ফেভারিট দল নিউজিল্যান্ড ইতিমধ্যে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রপ ১ এ এখন পর্যন্ত কোন দল সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি। এদিকে সীমিত আসন ও স্টেডিয়ামের অবকাঠামোগত পরিবর্তন নিয়ে হাইকোর্টের দেয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভেন্যু পরিবর্তনের বিষয়টি উঠে এসেছে বলে দাবি করেছিল আইসিসি। কিন্তু তাদের সেই দাবি বাস্তবায়িত হচ্ছে না। কারণ ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল ম্যাচটি।

জানা গেছে, দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ম্যাচটি অনুষ্ঠানের জন্য ছাড়পত্র হাতে পেয়েছে। ফলে ম্যাচ মাঠে গড়াতে আর কোন বাধা নেই।

উল্লেখ্য, কলকাতার ইডেন গার্ডেনের পর ভারতের দ্বিতীয় প্রাচীন স্টেডিয়াম হচ্ছে ফিরোজ শাহ কোটলা। এই স্টেডিয়ামটির সাথে ভারতের অনেক তারকা ক্রিকেটারের নানা স্মৃতি জড়িয়ে রয়েছে।

আরএ/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।