সিংহে সুখ, মিথুনে মনোবাঞ্ছা পূরণ


প্রকাশিত: ০২:২৩ এএম, ২৬ মার্চ ২০১৬

মেষ  (২১ মার্চ-২০ এপ্রিল) : চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন প্রসন্ন হয়ে থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল ও পাওনা টাকা আদায়ের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের চাপ বৃদ্ধি পাবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) : বন্ধু-বান্ধব আত্মীয়-পরিজন বিশ্বাসঘাতকতা করতে পারে। রাগ জেদ গর্ব অহংকার বর্জন করা সমীচীন হবে। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা অর্থের অভাবে মুখ থুবড়ে পড়বে।

মিথুন (২১ মে-২০ জুন) : সব প্রকার মনোবাঞ্ছা পূরণের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হওয়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা সহজ হবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই): ধন উপার্জনের সব রাস্তা খুলে গেলেও বাড়ির ইলেক্ট্রনিক্স দ্রব্যাদি আসবাবপত্র ও যানবাহন মেরামতে শ্রম অর্থ দুটোই সমানতালে ব্যয় হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বারগতিতে এগিয়ে চলবেন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট) : হারানো পারিবারিক সুখ-শান্তি ফিরে আসবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। ভ্রাতা-ভগ্নি আত্মীয় পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হয়ে পড়বে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সম্পন্ন হবে। ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় অতিথি সমাগমে সাজ সাজ রব রব করবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : অজানা অচেনা লোকদের সঙ্গে ঘনিষ্ঠতা করতে যাওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে। শত্রু ও বিরোধীপক্ষ স্বজনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা ঠুকে দিতে পারে। বিদ্যাশিক্ষায় ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) :  বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের স্বপ্নস্বাধ পূরণ হবে, সেই সঙ্গে প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। সন্তানদের আচরণে মনোকষ্ট তীব্রতর হবে। পিতা-মাতার স্বাস্থ্য উঠানামা করলেও শয্যাশায়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্র গতির বাহন তথা সব ধরনের অনুচিত কাজবাজ থেকে বিরত থাকুন। ব্যবসা-বাণিজ্যে অংশীদারদের সঙ্গের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, তবে মনে রাখবেন তন্মধ্যে শত্রু আত্মীয়বেশে প্রবেশ করতে পারে। শ্বশুরালয় মাতুলালয় ও জীবন সাথীর কাছ থেকে ভরপুর সাহায্য ও সহযোগিতা প্রাপ্ত হবেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : দীর্ঘদিনের ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে যার ফলে আটকে থাকা কাজ সচল ও বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : দিনটি বেশ আনন্দ উল্লাসের মধ্যদিয়ে অতিবাহিত হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। ভ্রমণকালীন পাসপোর্ট মোবাইল টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখুন নচেৎ হারিয়ে যাওয়ায় ঠুঁটো জগন্নাথ হয়ে পড়তে হবে।

জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।