শ্রীলংকা-ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে দুই ম্যাচ জিতলেও এক ম্যাচ হেরেছে ইংলিশরা। অন্যদিকে দুই ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে শ্রীলংকা। ফলে জয়ের লক্ষ্যেই আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দু`দল।
এবার জেনে নেয়া যাক শ্রীলংকা-ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:
শ্রীলংকা: দিনেশ চান্ডিমাল (উইকেটরক্ষক), তিলকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, চামারা কাপুগেদারা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), মিলিন্দা সিরিবর্ধনে, থিসারা পেরেরা, সচিত্রা সেনানায়েক, রঙ্গনা হেরাথ, দুষ্মন্তে চামিরা, জেফরি ভ্যান্ডারসি।
ইংল্যান্ড : জ্যাসন রয়, অ্যালেক্স হ্যালস, জই রুট, জস বুটলার (উইকেটরক্ষক), ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস জর্ডান, ডেভিড উইলে, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট।
আরএ/জেএইচ/আরআইপি