বিজয় উল্লাস করতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২৬ মার্চ ২০১৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিজয় র‌্যালি করতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার বিকেল ৩টায় র‌্যালিটি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ২টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে কার্যালয়ের সামনে এসে অবস্থান করতে দেখা গেছে নেতাকর্মীদের।

বিএনপি সূত্রে জানা গেছে, নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালিটি শুরু হয়ে মালিবাগ অথবা প্রেসক্লাব অভিমূখে রওয়ানা করে ফের কার্যালয়ের সামনে ফিরে আসবে। তবে মালিবাগ মোড় পর্যন্ত গিয়ে কার্যালয়ের সামনে আসার সম্ভবনা বেশি বলে জানিয়েছেন কার্যালয়ে সামনে অবস্থান নেয়া দলের নেতাকর্মীরা।

এদিকে, ঘোড়ার গাড়ি ও ছোট ছোট পিকআপ ভ্যান সাজিয়ে ইতিমধ্যেই কার্যালয়ের সামনে উল্লাস করছেন দলটির নেতাকর্মীরা।
দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢোল বাজনা বাজিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

র‌্যালীতে অংশ নিয়ে ইতিমধ্যেই নয়াপল্টন কার্যালয়ে এসেছেন বিএনপির ভারপাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের অন্যান্য নেতারাও এতে অংশ নেবেন বলে জানা গেছে।

এমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।