আজকের ধাঁধা : ২৭ মার্চ ২০১৬
ধাঁধা :
১. ‘হাতে নিয়ে তাঁবু
হেঁটে যান বাবু।’
২. ‘হাত আছে
মাথা নেই।
পেট আছে
ভুড়ি নেই।’
৩. ‘সন্ধ্যা বেলায় দিলে সাড়া,
জানতে পারে অনেক পাড়া।’
৪. ‘সুরেতে আলাপ পুরো হলে,
তবেই তাকে বাদ্যযন্ত্র বলে।’
উত্তর :
১. ছাতা
২. কলস
৩. আজান
৪. তানপুরা
এসইউ/এমএস