বাবলাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

রওশনপন্থি জাতীয় পার্টির অনুষ্ঠানে অংশ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাকে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে সৈয়দ আবু হোসেন বাবলাকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা এরই মধ্যে কার্যকর করা হয়েছে।

এর আগে দুপুর ১২টায় গুলশানে জাতীয় পার্টির রওশনপন্থি নেতাদের সংবাদ সম্মেলনে যোগ দেন বাবলা।

এসময় জিএম কাদের দলের চেয়ে নিজেকে বড় ভাবছেন, এমন ইঙ্গিত দিয়ে বাবলা বলেন, যে লক্ষ্যে হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন, জিএম কাদের সে লক্ষ্য থেকে দূরে সরে গেছেন। আব্রাহাম লিংকন বলেছেন নিজের থেকে দল বড়, দল থেকে দেশ বড়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেশের থেকে দল বড়। দলের থেকে নিজ বা আমি বড়, আমি থেকে আমার স্ত্রী বড়। এটা হতে পারে না। এভাবে কোনো দল চলতে পারে না।

রওশনের নেতৃত্বে জাতীয় পার্টি আগামীতে বৃহত্তর দল হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আগামী দিনে এই দল ক্ষমতায় যাবে।

এসএম/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।