খালেদা জিয়ার মুখে জঙ্গি দমনের কথা শোভা পায় না


প্রকাশিত: ০৬:১১ এএম, ২৯ এপ্রিল ২০১৬

হেফাজত ইসলামসহ জঙ্গীবাদী দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়া দুই বছর বাংলাদেশে জঙ্গি তাণ্ডব চালিয়েছেন। তাই খালেদা জিয়ার মুখে জঙ্গি দমনের কথা শোভা পায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, জঙ্গি ও গুপ্ত হত্যাকারীদের ব্যাপারে সরকার উদাসীন এ কথা সত্য নয়। সরকারের কঠোর মনোভাবের কারণে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়া ও জামাত-ইসলামী জঙ্গিবাদীদের সঙ্গে সম্পর্ক ছেদ না করা পর্যন্ত গুপ্ত হত্যার সঙ্গে তাদের সম্পর্ক সন্দেহের চোখে দেখা হবে বলেও জানান তিনি।

সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, জাসদ সভাপতি গোলাম মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।