আলোচিত সাদিক কায়েমসহ শিবিরের সম্পাদক হলেন যারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ১৯ জানুয়ারি ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম/ফাইল ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সালের কেন্দ্রীয় কমিটিতে সম্পাদকীয় কমিটিতে নতুন করে জায়গা পেয়েছেন ৭ জন। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েম ও সিবগাতুল্লাহ রয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) ছাত্রশিবিরের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৭ জানুয়ারি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে নতুন দায়িত্ব বণ্টন করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সাদিক কায়েমকে প্রকাশনা সম্পাদক, সিবগাতুল্লাহকে অফিস সম্পাদক, ডা. আবির হাসানকে সাহিত্য সম্পাদক, আজিজুর রহমান আজাদকে প্রচার ও সোশ্যাল মিডিয়া সম্পাদক, উসামা রাইয়ানকে বিজ্ঞান সম্পাদক, আব্দুল মোহাইমেনকে শিক্ষা সম্পাদক ও সিফাত উল আলমকে মানবাধিকার সম্পাদক করা হয়েছে।

এএএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।