মালদিভিয়ান এয়ারলাইন্স
মালদ্বীপ-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা
মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদিভিয়ানের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠান আইল্যান্ড এভিয়েশন সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম ইয়াস এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বিমান যোগাযোগ, বাণিজ্য, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণে সহযোগিতা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম ইয়াস হাইকমিশনারকে অবহিত করেন, মালদিভিয়ান এয়ারলাইন্স বাংলাদেশ–মালদ্বীপ রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে।
তিনি জানান, মালদ্বীপে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠীর চাহিদা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করবে।
তিনি আরও উল্লেখ করেন, যাত্রী পরিবহন, কার্গো কার্যক্রম, পর্যটন উন্নয়ন এবং মালদ্বীপকে একটি আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে প্রতিষ্ঠায় মালদিভিয়ান এয়ারলাইন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যা বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।
হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ফ্লাইট পুনরায় চালুর ফলে বাংলাদেশগামী ও বাংলাদেশ থেকে আগত যাত্রীদের জন্য প্রতিযোগিতামূলক ভাড়ার সুযোগ সৃষ্টি হবে, যা বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য অধিক স্বস্তিদায়ক হবে।
বৈঠকে জানানো হয়, ২০২৬ সালের ১২ মার্চ থেকে মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে, যা সপ্তাহে দুই দিন—রোববার ও বৃহস্পতিবার পরিচালিত হবে। ফ্লাইটগুলো ঢাকায় ভোরবেলায় অবতরণ করবে, ফলে যাত্রীদের জন্য অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে সংযোগ নেওয়া আরও সহজ হবে।

রোজা ও পবিত্র ঈদুল ফিতরের ছুটির পরপরই এ ফ্লাইট চালু হওয়ায় মালদ্বীপের নাগরিকদের বিদেশ ভ্রমণ এবং বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে।
জানানো হয়, এ রুটে রিটার্ন টিকিটের মূল্য শুরু হবে ৩৯৯ মার্কিন ডলার থেকে। যাত্রীরা ৩০ কেজি চেকড ব্যাগেজ সুবিধা ও বিনামূল্যে খাবার পাবেন। এরই মধ্যে টিকিট বুকিং কার্যক্রম শুরু হয়েছে।
হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম উল্লেখ করেন, ঢাকা মালদ্বীপের নাগরিকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য-বিশেষ করে ব্যবসা, স্বল্পমেয়াদি সফর, চিকিৎসা এবং আঞ্চলিক ট্রানজিটের জন্য।
ঢাকা রুটে ফ্লাইট পুনরায় চালু উপলক্ষে মালদিভিয়ান এয়ারলাইন্স “Dhaka, We Heard You” শীর্ষক একটি বিশেষ সঙ্গীত উৎসব আয়োজনের ঘোষণাও দিয়েছে।
আইএএসএল কর্তৃপক্ষ জানায়, এই আয়োজনটি বিশেষভাবে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের জন্য পরিকল্পিত, যা দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর সাংস্কৃতিক বন্ধন ও জনগণের পারস্পরিক সম্পর্কের প্রতীক।
বর্তমানে মালদিভিয়ান এয়ারলাইন্সের বহরে মোট ২৬টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে রয়েছে একটি ওয়াইড-বডি এয়ারবাস A330, একটি এয়ারবাস A320, পাঁচটি ATR, আটটি ড্যাশ-৮ এবং এগারোটি ড্যাশ-৬ টুইন অটার বিমান।
বৈঠক শেষে উভয়পক্ষ বিমান যোগাযোগ বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিতকরণ এবং পর্যটন ও জনগণের যাতায়াত সহজীকরণে ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এমআরএম/এমএস