সংবাদে বৈচিত্র্য আনছে কিয়োডো নিউজ-বারনামা
জাপানের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা কিয়োডো নিউজ ও মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামার সঙ্গে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে।
কিয়োডো নিউজের আন্তর্জাতিক বিভাগের ব্যবস্থাপনা পরিচালক মোরিয়াসু চিকাজাওয়া বলেন, বৈশ্বিক বাজারের পরিবর্তনশীল চাহিদা পূরণে সংস্থাটি নিয়মিতভাবে তাদের সংবাদ ও সেবা বৈচিত্র্যময় করার উদ্যোগ নিচ্ছে।
ইংরেজি ভাষার সংবাদসেবার প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে কিয়োডো নিউজ প্রতি মাসে প্রায় ২ হাজার ইংরেজি ভাষার সংবাদ সরবরাহ করছে।

তিনি বলেন, আমরা জানি মালয়েশিয়ার জনগণ ইংরেজি ভাষার সংবাদ সহজেই বুঝতে পারেন। সে কারণে আমাদের ইংরেজি ভাষার সাংবাদিকদের আরও বেশি ইংরেজি সংবাদ লেখার জন্য উৎসাহিত করছি।
সোমবার (১২ জানুয়ারি) উইসমা বারনামায় বারনামার ঊর্ধ্বতন ব্যবস্থাপনার সঙ্গে বৈঠক শেষে তিনি বারনামাকে এসব কথা বলেন।

বৈঠকে বারনামার পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা দাতিন পদুকা নুর-উল আফিদা কামালুদ্দিন এবং প্রধান সম্পাদক আরুল রাজু দুরার রাজ।
অন্যদিকে কিয়োডো নিউজের প্রতিনিধি দলে ছিলেন আন্তর্জাতিক বিভাগের সিনিয়র পরিচালক কো হিরানো এবং ইন্দোনেশিয়ার প্রধান পরিচালন কর্মকর্তা তোমোকো নিশিকাওয়া।
এমআরএম/জেআইএম