হৃদরোগে সৌদি প্রবাসীর মৃত্যু

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯

সৌদি আরবের দাম্মামে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত প্রবাসীর নাম জাকির হোসেন। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের গৌরিপুর গ্রামে। জাকির দীর্ঘ ১৫ বছর যাবৎ সৌদি আরবে বাস করতেন। সেখানে তিনি একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবে হৃদরোধে আক্রান্ত হয়ে বহু প্রবাসীর মৃত্যু হচ্ছে। মরুভূমির উত্তপ্ত গরম, অতিরিক্ত পরিশ্রম কিংবা মানসিক চিন্তায় এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com