অস্ট্রিয়া আ.লীগের ৭ মার্চ উদযাপন

হাসান তামিম
হাসান তামিম হাসান তামিম
প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৮ মার্চ ২০১৯

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে অস্ট্রিয়া আওয়ামী লীগ। দিনটি উপলক্ষে তারা আলোচনা সভার আয়োজন করে। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় ভিয়েনার প্যান এশিয়ার হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম।

বিজ্ঞাপন

অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আকতার হোসেন, কে এম শওকত আলী, মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী, সাংবাদিক আহমেদ ফিরোজ, গাজী মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, লুৎফর রহমান সুজন, আইনবিষয়ক সম্পাদক মীম, যুবলীগ নেতা ইয়াসিন মিয়া বাবু, মাসুম, তুহিনসহ প্রবাসী বাংলাদেশিরা।

Austria-2

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এম নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘৭ মার্চ ভাষণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।’

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, ‘জাতির জনকের মাত্র ১৯ মিনিটের এই ভাষণে বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। স্বাধীনতার জন্য তারা ঘরে ঘরে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেয়।’

এসআর/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com