লেবাননে বাংলাদেশি শ্রমিক ইউনিয়নের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী

বাবু সাহা
বাবু সাহা বাবু সাহা
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০৬ মে ২০১৯

লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিক ইউনিয়নের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসহ মহান শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি। ৫ মে স্থানীয় সময় বিকেল ২টার দিকে বৈরুতের ওয়াতা মোসাইতবি এলাকায় অবস্থিত একটি হলরুমে আয়োজিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আব্দুল করিম। প্রধান অতিথি ছিলেন, বৈরুতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈরুত দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন, লেবাননের জাতীয় শ্রমিক ফেডারেশনের প্রেসিডেন্ট ক্যাস্ট্রো আবদুল্লাহ ও সংগঠনটির সাবেক সহ-সভাপতি ইউসুফ পাটোয়ারী।

Lebanon2

বক্তব্য দেন লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জেসমিন সুলতানা, মায়া চৌধুরী, অজন্তা ইসলাম, বিল্লাল হোসেন, মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভির ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান মাসুদ, সহ-দফতর সম্পাদক মো. জাহিদ হাসান, প্রবাসী ভাই-বোন সংগঠনের সভাপতি আতাউর রহমান, শাহজালাল প্রবাসী সংগঠনের সভাপতি শামিম আহম্মেদসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত সব প্রবাসী বাংলাদেশিদের মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বৈরুত দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে যথেষ্ট আন্তরিক। লেবাননে অনেক এনজিও আছে যারা অভিবাসীদের নিয়ে কাজ করে নিজেরা প্রচুর ধনসম্পদের মালিক হয়েছে। তারা অভিবাসী নিয়ে কাজ করে ধনী হলেও সাধারণ প্রবাসীদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয়নি। তাই প্রবাসীদের যে কোনো সমস্যা নিরসনে দূতাবাসের ওপর আস্থা রাখতে হবে। একমাত্র দূতাবাসই পারে প্রবাসীদের সমস্যাগুলো সমাধান করতে।’

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]