নানা আয়োজনে মালদ্বীপে ৫১তম বিজয় দিবস উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে মালদ্বীপে বাংলাদেশের ৫১তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
সন্ধ্যায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা হয়। কোরআন তেলাওয়াত ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুুল ইসলাম। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আলোচনা সভায় হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে মিশনের দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ স্বাগত বক্তব্য দেন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি প্রবাসীদের বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ বলেন, মহান বিজয় দিবস জাতীয় জীবনে এক অনন্য গৌরবময় দিন। যারা দেশের স্বাধীনতা অর্জনে জীবন উৎসর্গ করেছেন বিজয়ের এ মহান দিনে সেসব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা জানাই।
আবুল কালাম আজাদ বলেন, সারাবিশ্বে পরিশ্রমী জাতি হিসেবে বাংলাদেশিদের বিশেষ মর্যাদা রয়েছে। সেই মর্যাদার জায়গা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে অর্থনৈতিক মুক্তির সংগ্রামে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন চিকিৎসক জেবা উন নাহার ও ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার মালদ্বীপের সিইও মাসুদুর রহমান। তারা দেশের ক্রমবর্ধমান বিভিন্ন উন্নয়ন ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে গুরত্বারোপ করেন। পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধ ও উন্নয়নমূলক প্রামাণ্য চিত্র এবং হাই কমিশনের গত এক বছরের বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রমের উপর স্লাইড প্রদর্শন করা হয়।
ক্রিকেট ম্যাচ
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি চিকিৎসক মুক্তার আলী, মিশনের কন্সুলার সহকারী ময়নাল হোসেন, মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাতবর ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার মালদ্বীপের লোকাল ডাইরেক্টর হান্নান খান কবির, মজিবুর রহমান, মনির হোসেন, জাকির হোসেন, বাবুল হোসেন, হাদিউল ইসলামসহ মালদ্বীপের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, সামাজিক সংগঠন ও কমিউনিটি নেতাসহ কমিশনের কর্মকতারা।
মালদ্বীপের মালেতে ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও মিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশ করেন নীল দরিয়া শিল্পী গোষ্ঠী।
ফুটস্যাল ফুটবল ম্যাচ
এর আগে দুপুর ২টায় প্রতি বছরের মতো মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশি দল ও মালদ্বীপ ন্যাশনাল দলের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা শেষে মালদ্বীপের ন্যাশনাল ক্রিকেট দলের ক্যাপ্টেন আদাম নাসিফের হাতে চ্যাম্পিয়নস ট্রপি তুলে দেন বাংলাদেশ হাইকমিশনার ও মালদ্বীপের পররাষ্ট্র সচিব। রানার্সআপ বাংলাদেশ হাইকমিশনার ক্রিকেট দলের পুরস্কার গ্রহণ করেন ক্যাপ্টেন বাবুল হোসেন। ম্যান অব দ্য ফাইনাল হন মালদ্বীপের জাতীয় দলের মালিনদা।
এছাড়াও মহান বিজয় উপলক্ষে বাংলাদেশি নাগরিক ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এবং ভিউ স্পোর্টস ক্লাবের চেয়ারম্যান মো. দুলাল হোসেন মালদ্বীপ প্রবাসীদের ১৬টি ক্লাব টিম নিয়ে, মালদ্বীপের জাতীয় একুভেনী ফুটবল প্র্যাকটিস মাঠে ভিউ স্পোর্টস ক্লাব ফুটসাল কাপ-২০২২, ফুটবল খেলার আয়োজন করেন।
১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা ফুটবল লীগে অংশগ্রহণ করা অন্যান্য দলগুলোকে হারিয়ে দিয়ে (সিলেট এস এস) বিজয় এনে বিজয়ের দিনে মালদ্বীপ প্রবাসীদের ও দেশের জন্য সম্মান অর্জন করেছেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের উচ্চ শিক্ষামন্ত্রী ডক্টর ইবরাহীম হোসাইন ও প্রবাসী ডক্টর মুক্তার আলী লস্কর। তারা পরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এমআইএইচএস/এএসএম