মালদ্বীপে ফোর এল ইন্টারন্যাশনালের ইফতার মাহফিল

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪১ এএম, ০১ এপ্রিল ২০২৩

প্রতি বছরের মতো এবারও ফোর এল ইন্টারন্যাশনাল আসফির উদ্যোগে মালদ্বীপে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানী মালেতে বিলাবং হাই ইন্টারন্যাশনাল স্কুল ভেন্যুতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মালদ্বীপে বসবাসরত প্রবাসী এবং কমিউনিটি নেতাদের এক জমজমাট মিলনমেলা বসে। এছাড়া এ ধরনের কোনো বড় অনুষ্ঠান আগে মালদ্বীপে অনুষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন প্রবাসীরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। উদ্যোক্তা হাদিউল ইসলামের সভাপতিত্বে এবং মালদ্বীপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমকেআর কামাল হোসেনের সঞ্চালনায় ইফতার পূর্ব এক আলোচনা সভা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, মালদ্বীপে বাংলাদেশ মিশনের কাউন্সিলর ও দূতালয় প্রধান (শ্রম) মো. সোহেল পারভেজ, মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাতবর, ব্যাবসায়ী, নজরুল ইসলাম মজিব, এনবিএল মানি ট্রান্সফার এর লোকাল ডাইরেক্টর হান্নান খান কবির, সিও মোহাম্মদ মাসুদ রানা, মালদ্বীপস্থ প্রবাসী সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন মালের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।

আরও উপস্থিত ছিলেন- বিএনপির সভাপতি, খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মালদ্বীপ আওয়ামী লীগের-সহ সভাপতি, ফাইজুর রহমান, মালদ্বীপ আওয়ামী লীগের, সহ-সভাপতি শাহজালাল শিকদার, চক্ষু বিশেষজ্ঞ ডা. মোক্তার আলী লস্কর, ঢাকা ট্রেডার্সের প্রতিষ্ঠাতা মো. বাবুল হোসেন।

অনুষ্ঠানের সভাপতি মো. হাদিউল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রবাসী বাংলাদেশিদের আগামী বছরের জন্য দাওয়াত দিয়ে এবং সবার সহযোগিতায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com