আমিরাতে প্রবাসী শিশু-কিশোরদের মাসব্যাপী কোরআন প্রতিযোগিতা

মুহাম্মাদ ইছমাইল
মুহাম্মাদ ইছমাইল মুহাম্মাদ ইছমাইল , আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ০১ এপ্রিল ২০২৩

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ) ও আমিরাতের জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল ‘আমিরাত সংবাদ’ এর যৌথ উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও রমজানে বাংলাদেশি শিশু-কিশোরদের নিয়ে মাসব্যাপী ‘তেলাওয়াতে কোরআন’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ সমিতি শারজাহ’র বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

আমিরাতে প্রবাসী শিশু-কিশোরদের মাসব্যাপী কোরআন প্রতিযোগিতা

বিবিএফের সভাপতি কামাল হোসাইন খান সুমনের সার্বিক তত্ত্বাবধানে ও আমিরাত সংবাদের সম্পাদক মোহাম্মদ ইসমাইলের পরিচালনায় এবং তেলাওয়াতে কোরআন ২০২৩ উদযাপন কমিটির আহ্বায়ক ইব্রাহীম ওসমান আফলাতুনের (সিআইপি) সভাপতিত্বে, হাফেজ মাওলানা মুহিবুর রহমান মন্জুরের সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এ আসরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এরপর বিবিএফের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেলাওয়াতে কোরআন ২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব জাফর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের সভাপতি অধ্যাপক এম এ সবুর চৌধুরী ও বাংলাদেশ সমিতি শারজাহ’র সভাপতি এম এ বাশার।

আরও বক্তব্য দেন বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র উম আল কোয়াইনের সভাপতি সবুজ হাসান, কমিউনিটি নেতা জাহেদ হাসান, নাজমুল হক, ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, একাত্তর টিভি প্রতিনিধি লুৎফুর রহমান, নিউজ২৪ এর আমিরাত প্রতিনিধি আব্দুল আলিম সাইফুল ও আমিরাত সংবাদের নির্বাহী সম্পাদক কাজী ইসমাইল আলম।

আমিরাতে প্রবাসী শিশু-কিশোরদের মাসব্যাপী কোরআন প্রতিযোগিতা

এ সময় বাংলাদেশ সমিতি শারজাহ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক, অর্থসম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তরসম্পাদক বদিউল আলম, বাংলাদেশ সমিতি দুবাইয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, বৃহত্তর ফরিদপুর সমিতি দুবাইয়ের সভাপতি বুলবুল আহমেদ মুকুল, বাংলাদেশ স্পোর্টস ক্লাব ইউএই’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাহমুদ, বিবিএফের সিনিয়র সহ-সভাপতি মুনসুর মোহাম্মদ খলিল, এক্সিকিউটিভ মেম্বার নুর হোসেন,আল আনসারী মানি এক্সচেঞ্জের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র সভাপতি ও সময় টিভির আমিরাত প্রতিনিধি শিবলি আল-সাদিক, যমুনা টিভির আমিরাত প্রতিনিধি মেহেদি মোল্লা ও মাওলানা ওমর ফারুকসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন কারী মুহিবুর রহমান মন্জুর, কারী আব্দুল মোনায়েম খান ও কারী আবু রুকিয়ান।

এমএএইচ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]