টিএসসিতে খালেদা জিয়ার জন্য দোয়া-মাহফিল, ছাত্রদল নেতাকর্মীদের ঢল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০২ জানুয়ারি ২০২৬
টিএসসিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া-মাহফিলে ছাত্রদল নেতাকর্মীদের ঢল। ছবি: জাগো নিউজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর টিএসসিতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় টিএসসির সবুজ চত্বরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এর আগে গত ২৩ নভেম্বর শেষ দফায় হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে কার্যত খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। এক মাসের বেশি সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দেশি-বিদেশি চিকিৎসকেরা তার চিকিৎসায় যুক্ত ছিলেন। সব চেষ্টা ব্যর্থ করে ৩০ ডিসেম্বর সকালে চিরবিদায় নেন তিনি।

এফএআর/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।