ক্যালগেরিতে ‘নজরুল সন্ধ্যা’ কাল

আহসান রাজীব বুলবুল
আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল , কানাডা প্রতিনিধি কানাডা
প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৩ মে ২০২৩

আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে সেতু বন্ধন তৈরি করতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আগামীকাল স্মরণ করতে যাচ্ছে কানাডার ক্যালগেরির প্রবাসী বাঙালিরা ‘নজরুল সংগীত সন্ধ্যা’ অনুষ্ঠানের মধ্য দিয়ে।

প্রবাসীদের এই আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করতে নজরুল সন্ধ্যায় যোগ দিচ্ছেন বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার সাধারণ সম্পাদক এবং ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের ভাইস প্রেসিডেন্ট সংগীত শিল্পী খাইরুল আনাম শাকিল।

অনুষ্ঠানের আয়োজক ইকবাল রহমান জানান, ক্যালগেরিতে ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আমরা নজরুলকে তুলে ধরতে যাচ্ছি যা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং প্রবাসীদের মাঝে নজরুলের চেতনাকে জাগ্রত করবে।

Canada2.jpg

আয়োজক খয়ের খোন্দকার রবেল জানান, সুর ও বাণীর মালা দিয়ে আগামীকাল শ্রোতাভর্তি দর্শকদের বাঁধবেন আমাদের প্রিয় শিল্পী খাইরুল আনাম শাকিল। ভিন্ন এ আয়োজন আমাদের সংস্কৃতির বলয়কে আরও সুদীর্ঘ করবে।

বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার সাধারণ সম্পাদক এবং ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের ভাইস প্রেসিডেন্ট সংগীত শিল্পী খাইরুল আনাম শাকিল জানান, প্রবাসে নজরুল সঙ্গীত সন্ধ্যার এই আয়োজনে তাদের উৎসাহ ও উদ্দীপনা দেখে আমি অভিভূত। ক্যালগেরির প্রবাসী বাঙালিদের দেশপ্রেম ও সংস্কৃতির প্রতি যে ভালোবাসা তা গভীরভাবে লক্ষ্য করেছি। আশাকরি ভবিষ্যতেও এই চর্চা অব্যাহত থাকবে এবং আমাদের নতুন প্রজন্মের হাতে নজরুলের যা কিছু রচনা, যা কিছু সৃষ্টি ভালো অনুবাদের মাধ্যমে তা তুলে দিতে হবে।

‘নজরুল সঙ্গীত সন্ধ্যা’ অনুষ্ঠানটি আগামীকাল ক্যালগরির ফলকনরিজ কমিউনিটি সেন্টারে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]