পেনশন স্কিমে প্রবাসীদের চাঁদার হার কমানোর দাবি

মুহাম্মাদ ইছমাইল
মুহাম্মাদ ইছমাইল মুহাম্মাদ ইছমাইল , আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২৩

সরকারের পেনশন স্কিমে প্রবাসীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে আলোচনা সভা করেছে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই।

শনিবার রাতে শারজাহ বাংলাদেশ সমিতির হলরুমে ‘প্রবাসীদের পেনশন স্কিম: বাস্তবায়নের সহজ পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাত, জনতা ব্যাংক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়িক, সামাজিক ও বিভাগীয় কল্যাণ পরিষদ মিলে মোট ২৮টি প্রতিষ্ঠান।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির সঞ্চালনায়, বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। গোলটেবিল বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামান।

পেনশন স্কিমের ওপর বিশেষ বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ কনস্যুলেটের লেবার কাউন্সিলর আবদুস সালাম। বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান, প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, প্রথম সচিব (শ্রম) শাহনাজ পারভীন।

ভার্চুয়াল বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামান জানান, প্রবাস স্কিমে চাঁদার হার কমানো যায় কি-না বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। এছাড়া পাসপোর্টের তথ্য দিয়েও পেনশন স্কিমে অংশগ্রহণের সুযোগ পাবেন প্রবাসী। তবে সার্ভারের জটিলতা কাটিয়ে পাসপোর্টের বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা।

পেনশন স্কিমে প্রবাসীদের চাঁদার হার কমানোর দাবি

প্রধান অতিথির বক্তব্যে বিএম জামাল হোসেন বলেন, পেনশন স্কিমের বিষয়টিতে আমরা অধিক গুরুত্ব দিচ্ছি। কারণ পেনশনের মাধ্যমে সবার সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। প্রবাসীদের মধ্যে এই বিষয়ে আরো জিজ্ঞাসা থাকলে তাও মিশনকে জানাতে পারেন। আমরা যথাযথ তথ্য সহায়তা দেওয়া হয়। প্রয়োজনে পেনশন কর্তৃপক্ষ ও অর্থবিভাগ থেকে উত্তর এনে দেব।

এছাড়া প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বাংলাদেশ লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা, জনতা ব্যাংক আবুধাবির সিইও মোহাম্মদ কামরুজ্জামান, জনতা ব্যাংক দুবাইয়ের ম্যানেজার জামাল হোসেন, জনতা ব্যাংক আবুধাবির সহকারী জেনারেল ম্যানেজার হাবিব উল্লাহ। বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, সহ-সভাপতি ও বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সভাপতি রাজা মল্লিক, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ।

বাংলাদেশ সমিতি শারজার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী করিমুল হক, বাংলাদেশ সমিতি আজমানের সভাপতি আবদুল আলিম, সাধারণ সম্পাদক শিকদার শাফায়েত উল্লাহ, আরবান রিডারসের সংগঠক নওশের আলী, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি বুলবুল আহমেদ মুকুল, গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউসার, এনআরবি খুলনার কো-অর্ডিনেটর প্রকৌশলী মইনুল ইসলাম, জয়েন্ট কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম, বাংলাদেশ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম, বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র উম্ম আল কোয়েনের সভাপতি সবুজ হাসান, বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটির সভাপতি মারুফ উল হক বিপুল, সাধারণ সম্পাদক শাহ আলম, টেকনাফ সমিতির সভাপতি ড. আবদুস সালাম সহ প্রায় ৬০ জন প্রবাসী।

বক্তারা বলেন, পেনশন স্কিমে প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে হলে নিবন্ধন প্রক্রিয়া আরও সহজীকরণ করতে হবে। পাশাপাশি প্রান্তিক প্রবাসীদের কাছে যথাযথভাবে তথ্য পৌঁছাতে হবে। এ সময় বিভিন্ন সংগঠনের বক্তারা বলেন, পেনশন স্কিমে প্রান্তিক প্রবাসীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বিদেশে থাকা মিশনের পাশাপাশি বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া সরকারি পেনশনের বিপরীতে প্রবাসীদের জন্য ঘোষিত প্রবাস পেনশন স্কিমকে বৈষম্য উল্লেখ করে চাঁদার পরিমাণ কমানোর দাবি করেন তারা।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]