মালদ্বীপে বাংলা নববর্ষ উদযাপন

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৯ এপ্রিল ২০২৫

বাংলা নববর্ষ উপলক্ষে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক আনন্দঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্প্রতি রাজধানী মালের ন্যাশনাল ইউনিভার্সিটির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাঙালির ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

বিজ্ঞাপন

মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিক, কূটনীতিক, স্থানীয় অতিথি এবং বিভিন্ন দেশের প্রতিনিধি এ আয়োজনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে। আয়োজনটি ছিল নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সমন্বয়ে এক প্রাণবন্ত মিলনমেলা। অতিথিরা বাঙালি পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানটিকে আরও রঙিন করে তোলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত হাইকমিশনার সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ ও লালন করাই আমাদের এই আয়োজনের উদ্দেশ্য। এ ধরনের অনুষ্ঠান প্রবাসে আমাদের পরিচিতি ও বন্ধুত্বের পরিসরকে আরও বিস্তৃত করে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্যেই হাইকমিশন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে হাইকমিশনার জানান।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com