এপিপিজির সভায় হাইকমিশনার
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সরকার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধর্মীয় স্বাধীনতা ও আইনি সুরক্ষার নীতির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।
বুধবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে ব্রিটিশ পার্লামেন্টে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) ফর বাংলাদেশের গুরুত্বপূর্ণ সভায় এসব কথা বলেন হাইকমিশনার।
সভায় বাংলাদেশের স্বচ্ছতা ও অগ্রগতির চিত্র তুলে ধরেন তিনি। সভার আয়োজন করেন এপিপিজির চেয়ারপারসন ও লেবার পার্টির সংসদ সদস্য আপসানা বেগম।
সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ বিষয়ে হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা নিশ্চিত করছে। বাংলাদেশ এখন একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র, যেখানে দেশি-বিদেশি সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করতে পারেন। অতীতে ভিসা প্রাপ্তিতে যেসব প্রতিবন্ধকতা ছিল, বর্তমান সরকার তা দূর করে সহজ ও দ্রুত প্রক্রিয়া চালু করেছে।
সভায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং একমত হন যে এ বিষয়ে বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
হাইকমিশনার সভায় সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ তুলে ধরেন এবং জানান, গত জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে যে মানবিক বিপর্যয় ঘটেছে, তার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অগ্রাধিকার।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে আবিদা ইসলাম জানান, বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে সরকার আন্তর্জাতিক সহযোগিতা প্রত্যাশা করছে।
সভায় সংসদ সদস্যরা যুক্তরাজ্যে কনস্যুলার সেবা লন্ডনের বাইরেও সম্প্রসারণের আহ্বান জানান এবং হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার আগ্রহ প্রকাশ করেন। হাইকমিশনার আশ্বস্ত করেন যে বাংলাদেশ সরকার সব দেশের সঙ্গে সম্মানজনক ও সমতাভিত্তিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় উপস্থিত ছিলেন আপসানা বেগম এমপি, লর্ড হুসেইন, ব্যারোনেস উদ্দিন, ইমরান হুসেইন এমপি, তাহির আলী এমপি, ডন বাটলার এমপি, বব ব্ল্যাকমেন এমপি, মার্গারেট মুলান, লর্ড সাহোতা, পল ওয়াহ ও আমান্ডা মার্টিন।
আইএইচও/এমএমএআর/জিকেএস