মালয়েশিয়ায় জহুর প্রদেশে ভাষা শহীদদের স্মরণ


প্রকাশিত: ১২:২৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করেছে জহুর প্রদেশে বসবাসরত প্রবসী বাংলাদেশিরা। এছাড়া ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।

সকাল ৮টা ১ মিনিটে জহুরবারু বাংলাদেশ কমিউনিটি কার্যালয়ে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসী বাঙালিরা। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন কমিউনিটির নেতৃবৃন্দ।

এ সময় ফুল দিয়ে বায়ান্নোর মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষ। এছাড়াও, দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে জহুর বাংলাদেশ কমিউনিটি। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পরপর শুরু হয় আলোচনা সভা।

news

জহুর কমিউনিটির সভাপতি মো. তরিকুল ইসলাম রবিনের সভাপতিত্বে ও সহ সভাপতি মো. আহমদ মিয়ার পরিচালনায় একুশের আলোচনায় বক্তারা বলেন, ৫২’র ভাষা আন্দোলনেই আমাদের স্বাধীনতার মূলভিত্তি রচিত হয়। আমরা আমাদের চিন্তা চেতনায় স্বকীয়তা লাভ করি।

তিনি আরও বলেন, ২১ ফেব্রুয়ারি যে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হয় তাও শেখ হাসিনার অবদান। তাই যতদিন বঙ্গবন্ধু কন্যার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।

সভায় অন্য মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি মো. ফাহিম, মো. জাকির, প্রচার সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক হাজী নজরুল ইসলাম বাবুল, দফতর সম্পাদক শামীম এজাজ,  মো. শারফিন, শেখ জনি, মো. মোর্শেদ প্রমুখ।

জেএইচ/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]