স্পেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

স্পেনের রাজধানী মাদ্রিদ এবং কাতালুনিয়া অঙ্গরাজ্যের বার্সেলোনা ও সান্তাকলমায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মাদ্রিদ : দিবসটি উপলক্ষে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র্র প্রতিমন্ত্রীর দেয়া বাণী পাঠ করেন দূতাবাস হেড অব চ্যান্সেরি হারুন আল রাশিদ, কমার্শিয়াল কাউন্সিলর নাভিদ শাফিউল্লাহ ও প্রথম সচিব মোহাম্মদ শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। হেড অব চ্যান্সেরি হারুন আল রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, স্পেন আওয়ামী লীগের সভাপতি শাকিল খান পান্না, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, স্পেন আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুল কাইয়ূম সেলিম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন, প্রজন্ম ৭১-এর আহ্বায়ক রিজভী আলম ও তারেক হোসেনসহ কমিউনিটির অন্যান্য ব্যক্তিবর্গ।

sp
সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন মাদ্রিদের উদ্যোগে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে বাংলাদেশ দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যানারে শহীদের আত্মদানকে স্মরণ করে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বার্সেলোনা : স্পেনের বার্সেলোনায় স্থানীয় প্লাজা মাকবায় নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ কোমলমতি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি স্মরণ করা হয়। অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বার্সেলোনার বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলা স্কুল, বাংলাদেশ সমিতি, বেঙ্গলি ক্রিকেট ক্লাব, ঘাতক দালাল নির্মূল কমিটি, মাদারীপুর সমিতি, পলাশ টিভি দর্শক ফোরাম, ঢাকা সমিতি, মহিলা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠন।

pro
পুষ্পস্তবক অর্পণের পূর্বে বার্সেলোনার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ কমিউনিটির ব্যক্তিবর্গ মহান ভাষাদিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান তিনজনসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিশুকে পুরস্কার প্রদান করা হয়।

সান্তাকলমা : স্পেনের কাতালুনিয়ার অবস্থিত সান্তাকলমায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে নির্মিত ভাষা শহীদ স্মৃতিস্তম্ভে সেখানকার স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এএইচ/বিএ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]