ফ্রান্সে শফিউল আলম প্রধান স্মরণে শোকসভা


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৮ মে ২০১৭

সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানের স্মরণে ফ্রান্সে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ফ্রান্সের রাজধানী প্যারিসের গার্দুনর্ডে একটি অভিজাত রেস্তোরাঁয় এই শোকসভা হয়।

বিজ্ঞাপন

সাবেক ছাত্রনেতা ও ফ্রান্স জাগপার সভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোহাম্মদ মাহবুব হোসাইন শোকসভা পরিচালনা করেন।

সভায় বক্তব্য দেন ফ্রান্স বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব ড. আব্দুল মালেক ফরাজী, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আব্দুল মান্নান আজাদ, ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব আলম রাঙ্গা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ওমর গাজী, ভাসানী সৈনিক সৈয়দ মাহমুদ আনসারী, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক ফয়সাল আহমেদ দ্বীপ, সাবেক ছাত্রনেতা কাজী হাবিবুর রহমান ও প্রামাণ্য নির্মাতা আজমুল হক খান প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় বক্তারা মরহুম শফিউল আলম প্রধানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন আপসহীন সাহসী লড়াকু যোদ্ধা। দেশ মাতৃকার প্রশ্নে আমৃত্যু সংগ্রাম করে গেছেন এই সংগ্রামী সংশপ্তক।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বক্তারা আরও বলেন, একটি শোষণমুক্ত স্বাধীন, স্বকীয় বাংলাদেশ প্রতিষ্ঠা ছিল তার আজন্ম স্বপ্ন। দেশের রাজনৈতিক চরম দুরবস্থায় তার চলে যাওয়া জাতীয় জীবনে অনেক ক্ষতি হয়ে গেল।

জেডএ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com