শারজাহ বঙ্গবন্ধু পরিষদের ইফতার মাহফিল

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র মাহে রমজানে শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২জুন) শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্ট হল রুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াহেবুল মোস্তফা চৌধুরীর পরিচালনায় পরিষদের সভাপতি মুহাম্মদ শাহজাহান মিয়াজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখতারুজ্জামান স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম এ ছবুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী নজরুল ইসলাম, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুহাম্মদ নুরনবী রওশন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম ও শারজাহ বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আবুল কালাম আজাদ লালন।
স্বাগত বক্তব্য রাখেন শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, মুহাম্মদ বজল আহমেদ, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ মোস্তাক আহমেদ, দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মঈনুল হোসেন, আজমান আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বখতেয়ার হোসেন, আজমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেল ও দুবাই আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরোওয়ার উদ্দিন মুহুরী।
এতে আরোও বক্তব্য রাখেন, শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক মুহাম্মদ মোজাহের, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল কবির আরাফাত, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ সাহাবুদ্দিন ও দফতর সম্পাদক মুহাম্মদ আলমগীর।
এআরএস/এমএস