অস্ট্রেলিয়া বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন

অস্ট্রেলিয়ায় বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে সম্প্রতি অস্ট্রেলিয়া বিএনপির দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনেই অস্ট্রেলিয়া বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সম্মেলনে মো. লুতফুল কবিরকে সভাপতি, ডা. আব্দুল ওয়াহাবকে সিনিয়র সহ-সভাপতি, মো. আবুল হাছানকে সাধারণ সম্পাদক, মো. সেলিম লকিয়াতকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রকৌশলী মো. হাবিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
রকডেলস্থ কস্তুরি ফাংশন সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার সাবেক সভাপতি ডা. আব্দুল ওয়াহাব এবং প্রধান অতিথি ছিলেন সংগঠনটির অস্ট্রেলিয়া শাখার সাবেক সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মনিরুল হক জর্জ।
কর্মী সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন নব-নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম লকিয়াত ও সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. হাবিবুর রহমান।
দুই পর্বের এই অনুষ্ঠানে প্রথমে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মো. লুতফুল কবির। এ সময় মুসলিম উম্মাহ, দেশ ও জাতীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা কামনা করা হয়।
এআরএস/এমএস