আমিরাতের আল কুয়াতে বিএনপির অভিষেক

সংযুক্ত আরব আমিরাতের গ্রিনসিটি আল আইনের উপশহর আল কুয়াতে আল কুয়া বিএনপির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আল কুয়ার একটি ফার্ম হাউসে সংগঠনের সভাপতি রফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আল কুয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মহি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি সাবেক স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রদল নেতা শওকত ওসমান রানা। বিশেষ অতিথি ছিলেন আল কুয়ার ব্যবসায়ী শিল্পপতি আজাদুর রহমান সেলিম, আল আইন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান, আল আইন বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, আল আইন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান প্রমুখ।
বক্তব্য রাখেন আল কুয়া বিএনপির প্রচার সম্পাদক মোহা্ম্মদ হান্নান, সহ-সভাপতি মোহাম্মদ এরশাদ, সহ-সভাপতি শেখ ফরিদ, সহ-সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ মিন্টু, অর্থ সম্পাদক শাহ আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জেল-জুলুম, খুন-গুম করে বিএনপির অগ্রযাত্রাকে রুখে দেয়া যাবে না। তারা বিএনপি সভাপতি খালেদা জিয়ার মুক্তির দাবি করে বলেন, সকল ষড়যন্ত্র ছিন্ন করে আগামীতে বিএনপিকে আরও শক্তিশালী করতে দেশে-বিদেশে একযোগে কাজ করতে হবে।
এমআরএম