মালয়েশিয়ায় অনুপ্রবেশের দায়ে ৩০ বাংলাদেশি আটক

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ০৯:১০ পিএম, ১৩ এপ্রিল ২০১৮

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশের দায়ে ৩০ বাংলাদেশিসহ ৩২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে মালয়েশিয়া ইমিগ্রেশন ও মেরিন পুলিশ তাদের আটক করে।

গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন ইন্দোনেশিয়ান, বাকি সবাই বাংলাদেশি বলে জানা গেছে। মেরিন পুলিশের কমান্ডার (পি পি এম) সহকারী কমিশনার রোজমান ইসমাইল বলেন, ইন্দোনেশিয়া থেকে ২৪ ঘণ্টার বেশি সময় সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়ায় ঢোকার সময় একটি ট্রলারসহ তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

আটকদের বিরুদ্ধে অযাচিত রুটের মাধ্যমে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ব্যক্তি ও অভিবাসী কর্মীদের অ্যান্টি-মাইগ্রেশন অ্যাক্ট (এটিটিসওম) ২০০৭ এবং ইমিগ্রেশন ১৯৫২-৬৩ অনুচ্ছেদ ৫(২) এন্ট্রি ট্র্যাফিকিংয়ের ধারা ৬ এ তদন্ত করা হচ্ছে।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com