মালয়েশিয়ায় জাল ভিসা তৈরি : বাংলাদেশিসহ তিনজন গ্রেফতার

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮ পিএম, ২৮ জুন ২০১৮

মালয়েশিয়ার সেলাঙ্গুরে জাল ভিসা তৈরির অপরাধে এক বাংলাদেশিসহ তিনজনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার সেলাঙ্গুরের দেসাতুন রাজ্জাক অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্য একজন বাংলাদেশি, একজন ইন্দোনেশিয়ান ও অপরজন পাকিস্তানি নাগরিক। তাদের কাছ থেকে ভুয়া পাসপোর্ট, বাংলাদেশ হাইকমিশনের সিল, ভিসা (স্টিকার) তৈরির মেশিন, সিআইডিবি কার্ড জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে এ কাজ করে আসছিল এবং এগুলো বিভিন্ন এজেন্টের কাছে বিক্রি করে বলে জানায় তারা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিবাসন ইমিগ্রেশন আইন ৫৬(১এ)সি ১৯৫৯/৬৩ ও ১৯৫৯/৬৩ ১৯৬৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com