রোমে নবগঠিত ইতালি আ.লীগের বিজয় দিবস উদযাপন

রোমে নবগঠিত ইতালি আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
১৬ ডিসেম্বর রোমের প্রেনেস্টিনার নাফিজা রেস্টুরেন্টে দেশটির আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাঝির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মান্নান মাদবার মনজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের প্রধান পৃষ্ঠপোষক, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলি আহাম্মদ ঢালী।
সভায় বক্তব্য দেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জামান মোক্তার, কামরুল আহসান মিন্টু, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাড আনিছুজ্জামাম, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, কবির হোসেন, এ আর আহমেদ তপু্, প্রচার সম্পাদক সাইদুর রহমান।
এ ছাড়া দপ্তর সম্পাদক জি আর মানিক, ইমিগ্রেশন সম্পাদক ইব্রাহীম হোসেন, উপ দপ্তর সম্পাদক রাজিব রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন, রোম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইট, ইতালি যুবলীগের নেতা রুহুল আমিন, সদস্য সরোয়া হোসেন, মনির হোসেন, বঙ্গবন্ধু পরিষদ ইতালির সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক আহসান পিপু বক্তব্য দেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম মাঝি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একশত ভাগ সফল হয়েছে। এ কারণে বাংলাদেশ আজ সমগ্র বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত।
এমআরএম