ভারতে সহিংসতার প্রতিবাদে মালয়েশিয়ায় বিক্ষোভ

ভারতের দিল্লিতে মুসলমানদের ওপর চলমান নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে মালয়েশিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন মুসলিম নাগরিকরা। শুক্রবার জুমার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিলে নারীরাও যোগ দেন।
মিছিলে নেতৃত্ব দেন মালয়েশিয়া ইসলামী দলের নেতারা। মিছিলকারীদের হাতে শোভা পাচ্ছিল বিভিন্ন রকমের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন, মোদির ছবি এবং তার বিরুদ্ধে গণহত্যামূলক বিভিন্ন চিত্র।
রাজধানী কুয়ালালামপুর ছাড়াও প্রাদেশিক শহরে জুমার নামাজ শেষে ভারতের বর্তমান সরকার, প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান এবং তার আগ্রাসী মনোভাব, মুসলমান নির্যাতনের চিত্র তুলে ধরেন বিক্ষোভকারীরা।
কুয়ালালামপুরে এক পথসভায় বক্তারা ভারতে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য এবং সম্প্রীতির কথা তুলে ধরেন। তারা বলেন, বর্তমান ভারতের বিজেপি সরকার উপমহাদেশে মুসলমানদের বিরুদ্ধে যেভাবে জলুম ও নির্যাতন চালাচ্ছে, এখন থেকে যদি প্রতিবাদ না করা হয় ভবিষ্যতে তারা আরও গণহত্যা চালাবে। সব মুসলিম দেশের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ভারতের আগ্রাসী বিজেপি সরকারকে প্রতিহত করার আহ্বান জানান তারা।
জেডএ/পিআর